Dutch Bangla Bank Scholar Ship For HSC 2016 Student



ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবি ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে । এই ধারাবাহিকতায় ২০১৬ সালে এইচ এস সি / সমমান পরীক্ষার্থীদের উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছেঃ

বৃত্তির জন্য আবেদনের যোগ্যতাঃ
ঢাকা সিটির অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের জন্য ৪র্থ বিষয় ব্যাতিতঃ ৪.৮ জিপি এ থাকতে হবে
ঢাকা সিটির বাইরের শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের জন্য ৪র্থ বিষয় ব্যাতিতঃ ৪.৫ জিপি এ থাকতে হবে

বৃত্তির পরিমান ও সময়কালঃ
মাসিক বৃত্তিঃ ২৫০০ টাকা
পাঠ্য উপকরণের জন্যঃ ৫০০০ টাকা
পোশাক পরিচ্ছদের জন্যঃ ১০০০ টাকা
সময়কালঃ ৩-৫ বছর

বৃত্তির অন্যান্য নীতিমালাঃ
১। যে সব ছাত্র ছাত্রী সরকারি বৃত্তি ব্যাতিত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ-বাংলা ব্যাংক এর শিক্ষা বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না ।

২। গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে ।

৩। ২০১৬ সালের এইচ এস সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদেরকে অনলাইনে www.dutchbanglabank.com/dbblscholarship এই ঠিকানায় নিন্মুক্ত সংযুক্তসহ আবেদন করার জন্য অনরুধ করা যাচ্ছেঃ
-আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি
-আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি
-এস এস সি/সমমান পরীক্ষার নম্বরপত্রের স্ক্যান কপি
-এইচ এস সি/সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি

গুরুত্বপূর্ণ তারিখঃ
১। আবেদন শুরুর তারিখঃ ২১ আগস্ট, ২০১৬
২। আবেদনের শেষ তারিখঃ ২১ নভেম্বর, ২০১৬
৩। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০১৬
৪। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডিবিবিএল এর উপরোক্ত ওয়েবসাইট থেকে 'Primary Selection Letter' এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ১ ডিসেম্বর ২০১৬
৫। চূড়ান্ত ফলাফল প্রকাশঃ পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে ।

*** সরাসরি/ ডাকযোগে / কুরিয়ারযোগে কোন আবেদন গ্রহণযোগ্য হবেনা ।
*** যে সকল ছাত্র ছাত্রী ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, বৃত্তির অর্থ গ্রহণের পূর্বে অবশ্যই বর্তমান শিক্ষাবর্ষে যে কোন সরকারী বিশ্ববিদ্যালয়/কলেজ স্নাতক পর্যায়ে ভর্তি হতে হবে ।

Dutch Bangla Bank Scholar Ship For HSC 2016 Student Dutch Bangla Bank Scholar Ship For HSC 2016 Student Reviewed by Unknown on 09:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.