How To Apply Online for Honor's Admission in BD ?
ভর্তি সংক্রান্ত সকল তথ্য ন্যাশনাল ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট এ পাবেন
সাইট টি হচ্ছেঃ www.nu.edu.bd/admissions
ন্যাশনাল ইউনিভার্সিটি তে ভর্তির হবার সর্বনিম্ন যোগ্যতাঃ
1. এস এস সি এবং এইচ এস সি তে আলাদা আলাদা ভাবে ৪র্থ সাবজেক্ট সহ কমপক্ষে ২.০০ থাকতে হবে, মানে হলো এস এস সি তে ২.০ এবং এইচ এস সি তে ২.০ থাকতে হবে ।
২। এস এস সি ও এইচ এস সি মিলিয়ে মোট ৪ পয়েন্ট থাকতে হবে ।
বিঃদ্রঃ ভর্তির জন্য কোন পরীক্ষা দিতে হবে না ।
কিভাবে অনলাইন এ ভর্তির জন্য আবেদন করবেন?
প্রথমে এই লিঙ্ক এ যাবেন
http://app.nu.edu.bd/nu-web/application/honsApplicationForm
১। এর পর আপনার এস এস সি এবং এইচ এস সি এর ইফরমেসন দিয়ে নেক্সট বাটন এ ক্লিক করবেন
২। ইনফরমেশন দেয়ার পর আপনার জেন্ডার সিলেক্ট করবেন ।
৩। এবার আপনার পছন্দমত কলেজ সিলেক্ট করুন
৪। আপনি যদি কোঁটা এর আওতায় থাকেন তাহলে সেটি সিলেক্ট করুন ।
৫। এবার আপনার পরিষ্কার একটি ছবি আপলোড করুন [ ছবির সাইজ - ১২০x১৫০ পিক্সেল এবং সেটি অবশ্যই jpg ফরম্যাট এ হতে হবে এবং ছবিটি ৫০kb এর বেশি হতে পারবেনা ]
৬। এবার Preview তে ক্লিক করে আপনার ইনফরমেশন চেক করুন সব ঠিক আছে কিনা ।
৭। সব কিছু ঠিক থাকলে সাবমিট এ ক্লিক করে ফাইল টি প্রিন্ট করুন ।
খুব শীঘ্রই আমরা এটি নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করবো ।
এই ছিল অনলাইন প্রসেস । কোন ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফেসবুক এর মাধ্যমে ।
How To Apply Online for Honor's Admission in BD ?
Reviewed by Unknown
on
08:04:00
Rating:
No comments: